চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ভান্ডারদহ ছয় মাইল এলাকা থেকে চার কেজি গাজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, ঝিনাইদহ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনার সময় চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন ভান্ডারদহ ছয় মাইল হঠাৎ পাড়া গ্রামস্থ মোঃ আয়নাল শেখ এর টিনসেড বসত বাড়ী থেকে এক জন মাদক ব্যবসায়ী মোঃ আয়নাল শেখ(৬০) পিতা-মৃত মোহর আলী শেখ, সাং- ভান্ডারদহ ছয় মাইল হঠাৎপাড়া, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নিকট হতে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারার মামলা করা হয়।