করোনাভাইরাসের কারনে দারুনভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা তাদের লেখাপড়ার গতি হারিয়ে ফেলছে। যার ফলে সাধারন শিক্ষার্থী ছাড়াও অনেক মেধাবী শিক্ষার্থীরা তাদের অলস সময় পার করতে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার সহ বিভিন্ন অপ্রয়োজনীয় কার্যক্রমের দিকে ঝুকছে। লাইনচ্যুত হচ্চে শিক্ষার্থীদের লেখাপড়া। তাই বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও অভিভাবক মহল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানান। কিন্তু এখন সাধারন মানুষের দাবী ছাড়াও সংসদে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবী উঠছে।
এ বিষয়ে গত ২০ জানুয়ারী জাতীয় সংসদে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া খুলে দেয়ার দাবী করে বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভার্চুয়াল ক্লাস হলেও গ্রামের শিক্ষার্থীরা এতে খুব বেশি উপকৃত হতে পারছে না। তাই যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হোক।
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী ছাড়াও সরকারি দলের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া উচিত। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বলেন তিনি।
এ অবস্থায় শিক্ষার্থীদের লেখাপড়ার দিকে বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া প্রয়োজনীয় বলে অভিভাবক মহল মনে করছেন।