বাংলাদেশ পুলিশের ভবনসমূহের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণের লক্ষ্যে বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা থানা ও ফায়ার সার্ভিস ও ডিফেন্স অফিসের উদ্যোগে রবিবার দুপুরে প্রথম অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় অংশ নেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জহুরুল ইসলাম, এসআই প্রকাশ রায়, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ, ফায়ারম্যান শামীম, তরিকুল, রাকিব ও জাহাঙ্গীরসহ ভেড়ামারা থানা ও ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও এসময় থানার ভবনসমূহের বৈদ্যুতিক ওয়ারিং চেক নিশ্চিতকরণ ও ফায়ার এক্সটিংগুইশার পরীক্ষা করা হয়।