গণসময়.কম ॥ জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বাংলাভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘হিট’। মারুফ রেহমানের রচনায় এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন ভাবনা।
‘হিট’ নাটকে আপনার অভিনীত চরিত্রটি সম্পর্কে বলুন? উত্তরে ভাবনা বলেন, ‘নাটকে আমি অভিনয় করছি ঝুমকা চরিত্রে। যা আমার জন্য পুরোপুরি মানানসই। ঝুমকা চা বিক্রেতা, একজন সংগ্রামী মেয়ে। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। এই শহরে ঝুমকার মতো শত শত মেয়ে সংগ্রাম করে বেঁচে আছে। চ্যালেঞ্জ নিয়েই এই চরিত্রে অভিনয় করছি। দর্শকের কাছ থেকে ভালো মন্তব্য পাওয়ার পর মনে হচ্ছে, চরিত্রটি পর্দায় যেভাবে তুলে ধরতে চেয়েছি, তার কিছুটা হলেও পেরেছি।’
সম্প্রতি ‘ঠিকানা বত্রিশ নাম্বার’ স্বল্পদের্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। কাজের অভিজ্ঞতা কেমন ছিল? জানতে চাইলে ভাবনা বলেন, ‘মুত্তিযুদ্ধের সময়কালীন অনেক মেয়ে ধর্ষিত হয়েছে, পিতৃহারা হয়েছে। তাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেছিলেন, তাদের বাবার নামের জায়গায় যেন তার নাম লিখে দেন এবং বত্রিশ নাম্বার বাসাই তাদের ঠিকানা। মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিকতার গল্পই তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। এতে আমি অভিনয় করেছি রাফেজা চরিত্রে। যখন সংলাপ বলছিলাম, তখন ভেতর থেকে অনুভব করছিলাম চরিত্রটিকে।’
কিছুদিন আগে ভাবনা শেষ করেছেন ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের কাজ। এটি তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র। নতুন চলচ্চিত্রে কাজ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন চলচ্চিত্রে কাজ করতে গেলে অনেক প্রস্তুতি দরকার। অনেক বাছ-বিচার করার পর অভিনয় করি। যেটা আমার কাছে ভালো মনে হবে, সেটাই করি। সম্প্রতি নূরুল আলম আতিকের “লাল মোরগের ঝুঁটি”তে অভিনয় করেছি। এই ছবির চরিত্রে অনেক ভাঙা-গড়ার বিষয় ছিল। আর গল্পটাও অসাধারণ। এ ধরনের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলে অবশ্যই করব।’