কুষ্টিয়ায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ওবায়দুর রহমান স্থানীয় সরকার উপ-পরিচালক মৃণাল কান্তি দে, এছাড়াও সরকারি কর্মকর্তা ও জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।
আলোচনায় সভার অতিথি বলেন, তথ্যই শক্তি যে যত বেশি তথ্য জানে সে স্বয়ংসম্পূর্ণ হয়ে গড়ে ওঠে। তাই বলবো পরিসংখ্যান বিভাগ যে কাজগুলো করে থাকে এই বিষয়ে জনসাধারণ অনেকেই জানেনা আপনারা তৃণমূল পর্যায়ে সবাইকে জানাবেন যে তারা যে বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। আলোচনা সভা পরিচালনা করেন উপ-পরিচালক জেলা পরিসংখ্যান কুষ্টিয়া মোঃ আব্দুল আলিম তিনি জনশুমারি ও গৃহগণনা সম্পর্কে সকল বিষয় গুলো উপস্থাপনা করেন এই সময়ে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা পরিসংখ্যান কুষ্টিয়া মোঃ আব্দুল আলিম।