কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার মোঃ খাইরুল আলমকে ফুল দিয়ে বরণ করে গার্ড অব অনার প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্র“যারী) কুষ্টিয়া জেলা পুলিশের কর্মকর্তাগন তাকে ফুল দিয়ে বরণ করেন।
নবাগত পুলিশ সুপার মোঃ খাইরুল আলমকে প্রথমে কুষ্টিয়া সার্কিট হাউজ প্রাঙ্গনে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কুষ্টিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সদর সার্কেল এবং মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ। পরবর্তীতে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ এবং গার্ড অব অনার প্রদান করা হয়।