কুষ্টিয়ায় পূর্ণরূপ পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য। ৭ই মার্চের ঐতিহাসিক তর্জনী সম্বলিতসহ মোট তিনটি ভাস্কর্য ৫ রাস্তার মোড়ে বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের ইতিহাসকে জানান দিচ্ছে। ইতোমধ্যে শেষ হয়েছে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে নির্মাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের সকল কাজ। শুধু উদ্বোধনের অপেক্ষায় কুষ্টিয়াবাসী। কুষ্টিয়া পৌরসভার অর্থায়নে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে গত বছরের ১৭ নভেম্বর থেকে শুরু হয় কাজ শহরের পাঁচ রাস্তার মোড়ে। বঙ্গবন্ধুর ভাস্কর্য তিনটি পাঁচ রাস্তার মোড়ের সড়কের মুখের সৌন্দর্য্য বাড়িয়ে ইতিহাসকে জানান দিতে নির্মান করা হয়েছে। যা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে চেনাবে খুব কাছ থেকে। বঙ্গবন্ধুর এই ভাস্কর্য নির্মাণ কাজের দায়িত্ব পান পার্শ্ববর্তী জেলা যশোরের ভাস্কর মাহবুব জামাল শামীম। গেল বছর ৪ ডিসেম্বর দিবাগত রাতে ৭ মার্চের ভাষণ দেওয়ার আদলে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হানে দুর্বৃত্তরা। ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তাঁদের মধ্যে দুজন মাদ্রাসাছাত্র ভাস্কর্য ভাঙচুরের ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।গতকাল সকালে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে দেখা গেল, শহরের এই ভাস্কর্যগুলোর কাজ শেষের হয়েছে গোনা হচ্ছে উদ্বোধনের প্রহর ।
এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য্যরে পূর্ণরূপ পাওয়ায় উৎফুল্ল কুষ্টিয়াবাসী। অনেকেই বলছে, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বাংলাদেশ থাকতে কখনোই বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করা যাবে না। বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কোটি কোটি বঙ্গবন্ধু জন্ম নিয়েছে। তাই বঙ্গবন্ধু এদেশের কোটি মানুষের প্রাণে ছিল, আছে এবং থাকবে।