ক্যামেরার সামনে পোশাক বদল করার ভিডিও ভাইরাল হয়েছে। ভারতের টিভি অভিনেত্রী হিসেবেই জনপ্রিয়তা লাভ করেন হিনা খান।
জনপ্রিয়তার কমতি নেই হিনা খানের। ভক্তদের সঙ্গে হিনা খান নিয়মিত যুক্ত থাকেন। ছবি, ভিডিও শেয়ারের মাধ্যমে ভক্তদের আপডেট জানিয়ে থাকেন। তবে গতকাল রাতে হিনা তার পোশাক বদল করার ভিডিও ছেড়ে দিয়েছেন ইনস্টাগ্রামে! যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে!
হিনা একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে, শটস আর হোয়াইট শার্ট পরে আছেন তিনি। হঠাৎ করেই আলো আধারিতে ঘিরে যায় ভিডিও। দেখা যায় হিনার পোশাক বদলে গেল। অর্ন্তবাস আর শটসে দেখা গেল তাকে। এই পোশাকেই ক্যামেরার সামনে নাচতে শুরু করলেন তিনি।
ভিডিও দেখে অবশ্য বোঝা যাচ্ছে, এটা তিনি ফিল্টার করে বানিয়েছেন। তবে অনুসারীরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে এই ভিডিওর বিপরীতে। কেউ কেউ বলছেন, হিনা খান ভুলে ক্যামেরার সামনে পোশাক বদলে ফেলেছেন! অবশ্য অনেকেই হিনার শরীরী আবেদনের প্রশংসায়ও মেতেছেন।