কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজার এলাকা থেকে তুহিন (৩৫) নামের মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম গাজা সহকারে আটক করেছে থানা পুলিশ।
আজ রোববার দুপুরে অটোচালকের ছদ্মবেশ ধারন করে পান্টি ফাঁড়ির এএসআই কবির হুসাইন রফিক এই মাদক ব্যবসায়ীকে আটক করেন। মাদক ব্যবসায়ী তুহিন ওই এলাকার ডাঁসা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
জানা যায়, দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী তুহিন চতুরতার সাথে ব্যবসা পরিচালনা করায় সে ছিলো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কবির হুসাইন রফিক অটো চালকের ছদ্মবেশে সান্দিয়ারা বাজার এলাকা থেকে তাকে মাদকসহ আটক করেন।
এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে আপডেট কুষ্টিয়া’কে বলেন, অটোচালকের ছদ্দবেশে একজনকে মাদক সহকারে আটক করেছে বাঁশগ্রাম ফাঁড়ির এএসআই । আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।