মুজিব বাহিনী উপ আঞ্চলিক অধিনায়ক, সাবেক সংসদ সদস্য এবং বিরোধী দলীয় চিফ হুইপ জাতীয় বীর নুর আলম জিকু র’১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া কুমারখালীতে আলোচনা সভা ও সম্মাননা পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
(২১ ফেব্রুয়ারি ) রবিবার বিকাল ৩ টায় কুমারখালী থানা মোড় সংলগ্ন গড়াই কমপ্লেক্স মালঞ্চ পার্টি সেন্টারে।
নুর আলম জিকু স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আব্দুল মতিন মিয়া। মুখ্য আলোচক ছিলেন,বীর মুক্তিযোদ্ধা অ্যাড: আব্দুল জলিল মিয়া কুষ্টিয়ায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, রোকনুজ্জামান রোকন যুগ্মসাধারণ সম্পাদক জাসদ কেন্দ্রীয় কমিটি , গোলাম মহসিন সভাপতি কুষ্টিয়া জাসদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান সভাপতি কুমারখালী উপজেলা জাসদ, এটিএম আব্দুল মনছুর মজনু মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি কুমারখালী উপজেলা, মোহাম্মদ আব্দুল্লাহ সদস্য জাসদ কেন্দ্রীয় কমিটি, মোঃ মফিজুল ইসলাম সাধারণ সম্পাদক কুষ্টিয়া, জে. এস. ডি, এডভোকেট জয়দেব বিশ্বাস সমন্বয়ক, নুর আলম জিকু স্মৃতির সংসদ, রাজিবুল আলম মেহেদী অধ্যাপক, ধোকড়াকোল ডিগ্রী কলেজ, লিটন আব্বাস নাট্যকার ও গবেষক, মিজানুর রহমান খোকসা উপজেলা জাসদ সহ প্রমুখ।