সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, চট্টগ্রামের কূতি সন্তান মরহুম এম এ গণির মৃত্যুতে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ইন্টারন্যাশনাল ম্যাসেঞ্জার দোয়া গ্রুপের পক্ষ থেকে এক ভার্চুয়াল দোয়ার আয়োজন করা হয়। শুরুতেই প্রয়াত লিডার এম এ গনি সাহেবের আত্মার শান্তি ও বেহেশত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী । সহযোগিতায় ছিলেন সোহেল ইসলাম।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, আমেরিকা থেকে মুজিবুর রহমান, সোহান আহমদ টুটুল, বৃটেন থেকে মোহাম্মদ মকিস মনসুর , কবির মিয়া, শেখ সালামত মিয়া মেম্বার, মোহাম্মদ সাহিদুর রহমান, শাহীন আহমদ চৌধুরী, মোহিদুর রহমান, লোবান মিয়া, অয়াহিদ মিয়া, আব্দুল বক্কর হাফিজ, মোজাম্মেল চৌধুরী টিপু, আজিজুল আম্বিয়া, শেখ আব্দুর রৌফ তালুকদার, গিয়াস আহমদ,আব্দুল রোকন,ও আমজাদ সানি প্রমুখ।
এম এ গনি সহ যারা ইন্তেকাল করেছেন, উনাদের সকলের আত্মার শান্তি ও বেহেশত কামনা করা হয় এবং যারা অসুস্হ উনাদেরকে দ্রুত রোগগমুক্তির জন্য সর্ব্বশক্তিবান, পরম দয়ালু মহাণ আল্লাহর কাছে বিশেষ ভাবে দোয়া করা হয়।