২১শে ফেব্র“য়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন। জাতীয় শহীদ মিনারে বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, সিনিয়র সহ-সভাপতি শহীদুল আলম আখন, মো: জাকির হোসেন বাদল, সহ-সভাপতি ও শামসুল করিম, মেরি মাহমুদা, জেনারেল সেক্রেটারি রসায়নবিদ ডক্টর মুহাম্মদ জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক নুর বিশ্বাস, কৃষিবিদ ডক্টর মিলন মিয়া, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা লায়লা আফরোজ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত শাখা কমিটির সভাপতি মীর এম এম শামীম ও অন্যান্য নেতৃবৃন্দ।