মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসানের বিরুদ্ধে সংবাদ প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান যুক্তরাজ্য কমান্ড এর আহবায়ক এম এ রাহমান হীরা ও সদস্য সচিব আজিজুল আম্বিয়া। নেতৃবৃন্দ বলেন, যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন উদ্দেশ্যমুলক। নেতৃবৃন্দ আরো বলেন, মেহেদী হাসান সহ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও রাজনৈতিকভাবে হেও-প্রতিপন্ন করতে উদ্দেশ্যমুলকভাবে কে বা কারা মিথ্যা তথ্য দিয়ে প্রচার করিয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদের সাথে সাথে নিরাপত্তা বিধানে ভূমিকা রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানাই।