‘বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদ’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন মালয়েশিয়া জোহুরবারু প্রদেশ আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফাহিম। তিনি দক্ষতার সহিত সুষ্ঠু ও সুন্দরভাবে অত্যন্ত সুনামের সাথে জোহুরবারু প্রদেশ আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এ বিষয়ে তিনি বলেন, ভালো কাজের উপর তার পূর্ন আস্থা আছে। তিনি নিষ্ঠা, আস্থার সাথে দায়িত্ব পালন করবেন বলে জানান। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক অবক্ষয়, রাষ্ট্রীয় এবং বিভিন্ন জণকল্যানমুলক কাজের মধ্য দিয়ে এ প্রজন্মের আদর্শরূপ এগিয়ে নিয়ে যাচ্ছেন। একজন রেমিট্যান্স যোদ্ধা হয়েও দেশমাতৃকার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। মোহাম্মদ ফাহিম বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদের সহ-সভাপতি মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদিন রোজ, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ও ‘গণসময়’ অনলাইন নিউজপোর্টালের প্রধান সম্পাদক আজিজুল আম্বিয়া, ‘গণসময়’ এর সম্পাদক শরিফুল হক পপি, বাঙালী কমিউনিটির পক্ষে মালয়েশিয়া জহর প্রদেশ আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মি: শারফিন মিয়া, বাংলাদেশ কমিউনিটি অব জহর মালয়েশিয়ার কোষাধ্যক্ষ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তারা মনে করেন, মোহাম্মদ ফাহিম প্রধান তার দক্ষ নেতৃত্ব প্রদান করে বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদকে আরো বেগবান ও শক্তিশালী করে তুলবেন। সেই সাথে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সহ বিশ্বের সামনে বাংলাদেশের অবস্থান আরো সু-দৃঢ় করতে এবং বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যথেষ্ট ভূমিকা রাখবেন বলে মনে করেন। তারা আরো বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশ এখন রোলমডেল। দেশে-বিদেশে সাংগঠনিক কার্যক্রমে বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদের সকল নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।