যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম ‘ওম্যান অব দ্য ডিকেড ইন পাবলিক লাইফ অ্যান্ড ডিপ্লোমেসি’ পুরস্কার পাওয়ায় যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর যুবলীগের সহ-সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী ও লেখক আজিজুল আম্বিয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম এই পুরস্কারে ভূষিত করেন।
রবিবার শিক্ষামন্ত্রী দিপু মনি ভার্চুয়ালি এই পুরস্কার রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন। এর আগে কোস্টারিকা ও মাল্টার প্রেসিডেন্ট এবং কানাডা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পুরস্কার পেয়েছেন।
ভার্চুয়াল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চেরি ব্লেয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।