প্রজন্ম ৭১’ এর সাবেক সভাপতি, গৌরব’৭১ এর উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনলাইন নিউজ পোর্টাল ‘গণসময়’ এর প্রধান সম্পাদক ও যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল আম্বিয়া।
এক শোক বার্তায় সাংবাদিক তিনি বলেন, আমরা দেশপ্রেমী একজন সাহসী সাংবাদিক হারালাম। মহান স্বাধীনতার চেতনা বাস্তবায়ন ও সুসংহত করতে এবং রাজাকার, আল বদর, আল শামসসহ দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে শাহীন রেজা নূরের সুদৃঢ় অবস্থান নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।
শোকবার্তায় তিনি শাহীন রেজা নূর এর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গত ১১ ফেব্রুয়ারি সাংবাদিক শাহীন রেজা নূরকে কানাডার ভ্যাংকুভার শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।