কুষ্টিয়ায় ৮টি ইটভাটায় র্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান চালিয়ে ২৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। আজ বুধবার অবৈধ ইটভাটাগুলোতে র্যাব ও পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় ও ৭টি ইটভাটায় ২৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালিত ইটভাটাগুলো হলো- বারখাদা উত্তর পাড়া এলাকার এন.বি.সি ও এস.এস ব্রিরিকস্ এর প্রোপাইটর সিহাব উদ্দিন এর কাঠ ফারাই মিল গুঁড়িয়ে দেয় এবং ৬ লক্ষ টাকা জরিমানা, জে.এস.টি ব্রিরিকস্ এর প্রোপাইটর মুনমুন আলম জীবন কে ৫ লক্ষ টাকা জরিমানা, এম.আই.এইচ ব্রিরিকস্ এর প্রোপাইটর মোঃ ইমাম আজাদ (বাবু) এর ভাটায় কাঠ ফারাই মিল গুঁড়িয়ে দিয়েছে এবং ২লক্ষ ৫০ হাজার টাকা, কে.এ ব্রিরিকস্ এর প্রোপাইটর আশরাফুলের টিনের চুল্লি ভাটা গুঁড়িয়ে দেয়, পি.এম. ব্রিরিকস্ এর প্রোপাইটর মেহেদী হেলাল কে ২ লক্ষ ৫০ হাজার টাকা, মা বাবার দোয়া ব্রিরিকস্ এর প্রোপাইটর কে ৫ লক্ষ টাকা ও কে.পি ব্রিরিকস্ এর প্রোপাইটর কে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করে।
এ বিষয়ে কুষ্টিয়া র্যাব-১২ কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান বলেন, যে কোন ধরনের অবৈধ অপরাধমুলক কাজের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।