কুষ্টিয়ায় অবৈধ লাটাহাম্বা ও ট্রাক্টরের ধাক্কায় নিটল টাটার সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা নন্দলালপুর ইউনিয়নের চকোরঘুয়া গ্ৰামে বালি বুঝাই লাটাহাম্বা (মোল্লা পরিবহন) ও (আল মদিনা এন্টারপ্রাইজ) ট্রাক্টরের ধাক্কায় নিহত হলেন নন্দলালপুর গ্ৰামের মহাসিন দর্জি ছেলে আনিছুর রহমান দর্জি (৩৮) এর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে আনিসুর কুষ্টিয়া নিটল টাটা সিকিউরিটি চাকরিতে যাওয়ার পথে বালু বোঝাই বাটাহাম্বা ও ট্রাক্টরের প্রতিযোগিতায় গাড়ি দুটি কেউ কাউকে সাইড না দিলে মাঝামাঝি পড়ে যায় আনিছুর। এই সময় দুই গাড়ির মধ্যে পড়ে আহত হয় আনিসুর। এলাকাবাসী আনিসুর কে নিয়ে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিছুর। এই ঘটনার আল মদিনা এন্টারপ্রাইজ ট্রাক্টর, মোল্লা পরিবহন বাটাহাম্বা (১) গাড়ি দুটি কে আটক করে কুমারখালী থানা আনা হয়েছে। কুমারখালী অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১ টি বালু বোঝাই লাটাহাম্বা ও একটি ট্রাক্টর থানায় আনা হয়েছে। এই ঘটনার এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।