কুষ্টিয়ার দৌলতপুরে র্যাব-১২ অভিযান চালিয়ে মাদক সহ ভুয়া ২ র্যাবকে আটক করেছে। গতকাল দৌলতপুর থানাধীন জয়পুর এলাকায় র্যাব-১২ এই অভিযান চালায়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প র্যাবের একটি অভিযানিক দল মঙ্গলবার বেলা ১২ টার দিকে ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন জয়পুর গ্রামস্থ জনৈক জুয়েল সাজী এর চায়ের দোকানের পাশের্^ ইটে সলিং রাস্তার উপর’’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০২ বোতল ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট-২৬০ পিচ, হেরোইন-২৮ গ্রাম, হ্যান্ডকাপ-০১টি, ভূয়া র্যাব আইডিকার্ড-০১টি, মোটরসাইকেল-০১ টি সহ ০২ জন মোঃ শরিফুল ইসলাম (৩২), পিতা-মোঃ ফতে আলী শেখ, সাং-সাতবাড়ীয়া ও মোঃ রাজু আহম্মেদ (৩৩), পিতা-মোঃ আসাদ মোল্লা, সাং-দক্ষিণ ভবানীপুর, উভয় থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াদ্বয়’কে গ্রেফতার করা হয়। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক সহ অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, কুষ্টিয়ায় বেশকিছুদিন যাবৎ প্রশাসন পরিচয় দিয়ে একের পর এক ছিনাতাইয়ের ঘটনা ঘটছে। এরই পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া জেলা পুলিশ ও র্যাব সহ প্রশাসনের সদস্যরা ভুয়া প্রশাসন পরিচয়ে ছিনতাইকারী চক্রকে ধরতে মাঠে নেমেছে।