মেহেরপুরের গাংনীতে মামুন হোসেন(২০) নামের এক যুবক ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার দুপুরে তার মৃত্যু হয়। নিহত মামুন উপজেলার কাজিপুর গ্রামের মধ্যপাড়ার মোজাম্মেল হকের ছেলে।
নিহতের চাচা জানান, খুবই অল্প বয়সে কর্মের সন্ধান এসে মালয়েশিয়াতে পাড়ি জমিয়েছিলেন কিন্তু সেখানে মানসিক সমস্যার কারণে কোম্পানির লোকজন তাকে বাসায় পাঠিয়ে দেয়। তারপর থেকে সে প্রতিনিয়ত ঘুমের ঔষধ এভাবে খেত।
কর্তব্যরত চিকিৎসক জানান, স্থানীয়রা উদ্ধার করে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি মোঃফজলুর রহমান জানান, যে আমি শুনেছি এখন,পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি যদি কেউ লিখিত অভিযোগ করে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।