চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানার পুলিশ। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাযপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা (পিপিএম)।
গ্রেপ্তারকৃত রুবেলকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে গত শনিবার (৬ মার্চ) ভোর ৬টা থেকে খুনের দায়ে আটক হওয়া কয়েদি নরসিংদী জেলার রায়পুরের বাসিন্দা মো. ফরহাদ হোসেন রুবেল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হয়। এই ঘটনা গণমাধ্যমে আসার পর নগরীর কোতোয়ালি থানায় প্রথমে জিডি এবং রাতে একটি মামলা দায়ের করা হয়।
একইসঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহারের পাশাপাশি দুই কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করেন কারা কর্তৃপক্ষ।