ঝিনাইদহের মহেশপুরে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নির্দেশনায় মঙ্গলবার রাতে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিশ্চিন্তপুর গ্রামের খলিল কাজীর ছেলে মনির কাজী (৩৭)কে এক কেজি গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান,এ ব্যাপারে মহেশপুর থনায় মামলা হয়েছে।আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।