সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন পরিষেদের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী মো.আকরাম হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২১ মার্চ) দুপুরে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি প্রয়াত এমপি কয়েসের বিশ্বস্থ সহযোগী ছিলেন। জানা যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৬৬ বছর।
মরহুমের নামাজের জানাযা আজ রাত সাড়ে টায় উপজেলা হেলিপ্যাড মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করার পর পরই তাঁর জানাজা সম্পন্ন হবে বলে জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ জুবেল।