কুষ্টিয়া ডিবি পুলিশ এক অভিযানে ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-প্রাগপুর সড়ক সংলগ্ন হাউখালী গ্রাম থেকে বৃহস্পতিবার (১৮ই মার্চ, ২০২১ইং) দুপুর দেড় টার দিকে মোঃ জাহিদুল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ আটক করেছে।
আটককৃত জাহিদুল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা (পালের ডাংগা) এলাকার মোঃ রমজান মন্ডলের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ডিবি পুলিশের এস.আই (নিঃ) সঞ্জিত কুমার বাড়ই সঙ্গীয় ফোর্সসহ ভেড়ামারা উপজেলায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন ভেড়ামারা-প্রাগপুর সড়ক সংলগ্ন হাউখালী গ্রামের মোঃ আলীমুদ্দিন হাজীর ইটের ভাটার উত্তর পার্শ্বস্থ পাঁকা রাস্তার উপর থেকে জাহিদুল ইসলাম নামের একজন ব্যক্তি তার ডান হাতে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগ সহ কৌশলে পালানোর চেষ্টাকালীন আটক করেছে। পুলিশ উক্ত ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করেছে এবং বিধি মোতাবেক জব্দ তালিকা মুলে জব্দ করেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
কুষ্টিয়া ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।