সিলেট তিন আসনের মাননীয় সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামিলীগের সংগ্রামী সহ-সভাপতি জননেতা মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন।উনার সুস্হতার জন্য আল্লাহ তালার কাছে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া কমিউনিটি ব্যক্তিত্ব সাইদুর রহমান রেনু সাহেবের বাবা জনাব তারা মিয়ার জন্য ও বিশেষ দোয়া করা হয় । উক্ত দোয়া পরিচালনা করেন কমিউনিটি নেতা জনাব আব্দুল আহাদ চৌধুরী।সহোযোগিতায় ছিলেন আব্দুল মালিক । দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন ,মুজিবুর রহমান,লোবান মিয়া, আব্দুলমালিক(কেমডেন),আহমেদ হাছান, মোহাম্মদ মকিস মনসুর ,তারাউল ইসলাম,মোহাম্মদ সাহিদুর রহমান, নাজিমুল হক নজমুল, মোহিদুর রহমান, লোবান মিয়া,আব্দুল হাফিজ, ,নজরুল ইসলাম,গিয়াস আহমদ, কাজী জাফর, আজিজুল আম্বিয়া,আমজাদ সানী প্রমুখ।