বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আনন্দঘন পরিবেশে কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা পুনর্মিলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশের অতন্দ্র প্রহরী কাজীপুরের বীর মুক্তিযোদ্ধাগণ এই পুনর্মিলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
১৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় সিমান্ত বাজারে শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অফ হেল্থ টেকনোলজি ( আইএইচটি) মাঠে কাজিপুর মুক্তিযোদ্ধা পুনর্মিলন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে সুসজ্জিত শত্রু বিরুদ্ধে যুদ্ধ করে, দেশ স্বাধীন করার দুঃসাহসিক ভূমিকায় মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আপনাদের রক্তে অর্জিত স্বাধীনতা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পুনর্মিলনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
প্রধান বক্তা সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান বলেন, স্বাধীনতার ৫০ বছর পর পুনর্মিলনে আজ আনন্দে উদ্বেলিত, সুবর্ণজয়ন্তীতে স্মরণ করছি হারিয়ে যাওয়া সহ যোদ্ধাদের। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, সাবেক কমান্ডার শফিকুল ইসলাম শফি, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির মহাসচিব সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।