মেহেরপুরে বাড়ির ছাদে রাখা পানির ট্যাংকির মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাকিবুল ইসলাম রাকিব (২২) জেলা শহরের বেড়পাড়ার আরমান আলীর ছেলে।
আজ রােববার (২১মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা শহরের বেড়পাড়ার বকুল হােসেনের বাড়ির ছাদের পানির ট্যাংকির ভিতর থেকে সদর থানা পুলিশের সদস্যরা যুবক রাকিবের লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান বাড়ি মালিক বকুল হােসেনের স্ত্রী ঘরের ছাদে গিয়ে দেখতে পান ১টি ছােরা (চাকু) ও শার্ট পড়ে রয়েছে। পরে মেহেরপুর সদর থানায় খবর দিলে,পুলিশ সদস্যরা চাকু ও শার্ট উদ্ধার করতে আসে। এসময় সন্দেহভাজন ভাবে ওই ছাদের পানির ট্যাংকি খুলতেই একটি লাশ দেখতে পায়। পরে লাশটি উদ্ধার পর সেটি রাকিব এক যুবকের লাশ বলে সনাক্ত করা হয়।
এসময় মেহেরপুর ডিবি পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিকদল উপস্থিত ছিল। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কাহারা তাকে হত্যা করেছে তা সনাক্ত করতে পুলিশ মাঠে নেমেছে।
মেহেরপুর পুলিশ সুপার মােরাদ আলি জানান হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।