লন্ডন থেকে আজিজুল আম্বিয়া; শুধু কান্না আর কান্না! কান্নার সাথে মানুষের ঢল শোকে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। চোখের পানি মুছতে মুছতে প্রিয় নেতাকে শেষ বিদায় দিলেন লাখো মানুষ। লাখো মানুষকে অশ্রুসিক্ত করে না ফেরার দেশে চলে গেলেন সিলেটবাসীর প্রিয়নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি। আজ শুক্রবার বিকেল ৫ টায় ফেঞ্চুগঞ্জের কাশিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
এ সময় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সবস্তরের লাখ লাখ মানুষ তার জানাজায় অংশ নেন। নিজের জন্য কবর আগেই নির্মাণ করে গিয়েছিলেন তিনি। সেখানেই দাফন সম্পন্ন হয়।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আজ শুক্রবার বেলা ১২ টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার মরদেহ ফেঞ্চুগঞ্জের নুরপুরে নিজ গ্রামের বাড়িতে আসে।
এরপর দিনভর দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মাহমুদ উস সামাদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় কান্নায় ভেঙে পড়েন স্বজন-সহকর্মীদের অনেকে।
কয়েসের জন্য শোক জানাতে তার নিজ বাড়িতে শোকবই খোলা হয়েছে। এতে অনেকেই শোকগাঁথা লিখে প্রয়াত এই সাংসদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
সিলেট-৩ আসনের তিনবারের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মাত্র ৬৫ বছর বয়সে মারা যান। গত ৮ মার্চ তার করোনা শনাক্ত হয়েছিলো।
এই সম্পর্কে আরো নিউজ পড়ুন-
কায়েস’র মৃতদেহ দেখতে জনতার ঢল : সিলেট জুড়ে শোকের ছায়া: জানাজা বিকালে
এই সম্পর্কে আরো নিউজ পড়ুন-
ভার্চুয়ালে মাহমুদ-উস সামাদ এমপির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
এই সম্পর্কে আরো নিউজ পড়ুন-
মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েছ’র আর নেই: শোক প্রকাশ
এই সম্পর্কে আরো নিউজ পড়ুন-
আজ মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস’র নামাজে জানাজা