ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘে চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আনন্দ উদযাপন করা হয়েছে। এসময় অনুষ্ঠানে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কেক কাটা হয়। সোনারগাঁ থানার ওসি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন পিপিএম, পুলিশ সুপার (ক্রাইম এনালাইসিস এন্ড কমিউনিটি পুলিশিং) ডিআইজি ঢাকা রেঞ্জ অফিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এ মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (প্রবি) শামিম হোসেন, সোনারগাঁ থানা ওসি (তদন্ত) তবিদুর রহমান, তালতলা তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আহসান উল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নের্তৃত্বে উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।