স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও গ্রন্থের মোড়ক উন্মোচন’র আয়োজন করেছে বিশ্ব কবিমঞ্চ। আগামী ৩ এপ্রিল রোজ শনিবার বিকাল সাড়ে ৪ টায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র, ৩য় তলা, পরিবাগ, ঢাকা-১০০০ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীযুষ বন্দোপাধ্যায়, বিশিষ্ট নাট্যজন, কবি ও আহ্বায়ক সম্প্রীতি বাংলাদেশ।
সুহেলী সায়মা সেঁজুতি’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখবেন গোলাম কিবরিয়া, কবি ও আইনজীবি ও সদস্য বিশ্ব কবিমঞ্চ, কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানে যেসব কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হবে তা হলো: নিশ্চুপ দহন – কবি হাফসা ইসলাম, ভালোবাসার স্বপ্ন বিলাস – কবি আজিজুল আম্বিয়া। যৌথ কাব্যগ্রন্থ: পারিজাত – কবি সুমা দাস ও কবি রাব্বানী খান কৌশিক। বিবর্ণ দৃষ্টি – রুবেল সাজিদ।
অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ব কবিমঞ্চ’র আহবায়ক পুলক কান্তি ধর।