লন্ডন থেকে আজিজুল আম্বিয়া : ২৬ টেলিভিশন’র উদ্যোগে নিহত মাহমুদ-উস সামাদ কয়েস এমপির মাগফিরাত কামনা করে ভার্চুয়ালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট-৩ আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, অত্যন্ত সাদা মনের মানুষ, জননেতা আলহাজ্ব মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েছ এর মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী।
ভার্চুয়াল দোয়া মাহফিলে আওয়ামীলীগ, মহিলা আওমীলীগ, যুবলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ নানা পেশার মানুষ অংশ নিয়ে জননেতা আলহাজ্ব মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েছ এর আত্মার মাগফিরাত কামনা করেন।
এছাড়াও আমেরিকা থেকে সাবেক ছাত্রনেতা মোশাহিদুর রহমান ভার্চুয়াল দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
আজ মরহুমের জানাজার নামাজ বিকাল ৫টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁর শেষ ইচ্ছানুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এই সম্পর্কে আরো নিউজ পড়ুন-
আজ মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস’র নামাজে জানাজা
এই সম্পর্কে আরো নিউজ পড়ুন-
আজ সিলেটে আসছে কয়েসের মৃতদেহ ॥ জানাজা বিকেল ৫টায় ॥ শোকের মাতম
এই সম্পর্কে আরো নিউজ পড়ুন-
মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েছ’র আর নেই: শোক প্রকাশ