আমানুর রহমান রায়হান ও তার পরিবারের সদস্যগণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সকলের সুস্থতা কামনা করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান পরিষদ, যুক্তরাজ্য কামন্ড এর আহবায়ক এম এ রহমান হিরা, যুগ্ম-আহবায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব ও যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এবং গণসময় অনলাইন নিউজ পোর্টাল এর প্রধান সম্পাদক আজিজুল আম্বিয়া।
এক বার্তায় তারা বলেন, মহান আল্লাহ যেন আমানুর রহমান রায়হান ও তার পরিবারের সবাইকে করোনামুক্ত করে তাড়াতাড়ি সুস্থ্যতা দান করেন।
এছাড়াও বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তাদের সুস্থতা কামনা করে দোয়া করেছেন।
আমানুর রহমান রায়হান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান যুক্তরাজ্য কমান্ড এর সম্মানিত কর্মকর্তা ও স্বাধীন বাংলা অনলাইন টিভি এর কো- চেয়ারম্যান।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পূক্ত হয়ে সমাজ সেবামুলক কাজ করে বিভিন্ন মহলে জনপ্রিয় হয়ে উঠেছেন।