কুষ্টিয়া শহরের কোর্ট ষ্টেশনের সামনে থেকে ইয়াবাসহ অন্তু (২৫) নামের এক যুবককে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। আজ ২৪ এপ্রিল বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৪ পিচ ইয়াবা উদ্ধার করে।
পুলিশ জানায়, কুষ্টিয়া মডেল থানার ওসি (অপারেশন) মো: মামুনুর রশিদ এর নেতৃত্বে এস আই সাহেব আলী ও এস আই আসাদ কুষ্টিয়া কোর্ট ষ্টেশন সংলগ্ন বাদশা হোটেলের সামনে অভিযান চালিয়ে অন্তু (২৫) কে আটক করে। অন্তু কুষ্টিয়া কলেজ মোড় এলাকার বারো শরীফ দরবার এর সামনে বাবুর পুত্র।
পুলিশ আরো জানায়, অন্তু দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। সে কুষ্টিয়া বাইরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ক্রয় করে শহরের মাদকসেবীদের নিকট বিক্রয় করতো। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
আটকের পর অন্তু জানায়, কুমারখালীর কয়া এলাকার মাদক ব্যবসায়ী সোহেল এর নিকট থেকে ইয়াবা ক্রয় করে অন্তু কুষ্টিয়ার বাড়ীতে আসছিল। পথিমধ্যে কুষ্টিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় অন্তু আরো জানায়, সে দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন করে আসছিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কুষ্টিয়া মডেল থানায় অন্তর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।