কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বোয়ালীয়া ইউনিয়নে মধুগাড়ি গ্রামের মৃত রহমত সর্দারের ছেলে জনিরুল ইসলাম এর ৪৫ শতাংশ জমিতে কারা লেবুর বাগান রাতের আধাঁরে কর্তন করে দিয়েছে দূর্বৃতরা বলে জানান এলাকাবাসী।
এ বিষয়ে জনিরুল জানান, আমি প্রায় ১ বছর আগে আমার বাড়ী থেকে একটু দুরে ৪৫ শতাংশ জমিতে লেবুর গাছ লাগিয়ে বাগান তৈরি করি।
এই বাগান তৈরিতে আমার প্রায় ১ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। হঠাৎ রবিবার সকালে একাবাসী বলছে আমার বাগানের সকল লেবু গাছ রাতের আধারে কেটে দিয়েছে। আমি জমিতে গিয়ে দেখি সকল গাছ কেটে দিয়েছি কে বা কাহারা।
এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা দাবি জানাচ্ছি।
এদিকে এলাকাবাসী হতাশ তারা বলেন মাঠে এভাবে ফসল কাটতে থাকলি মানুষ কৃষি আবাদ থেকে সরে যাবে তাই অতি দূর্ত যারা এই ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হক।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জহুরুল আলম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।