কুমারখালীতে রাজবাড়ী- কুষ্টিয়া মহাসড়কের পাশে নন্দুলালপুর ইউনিয়ন বোর্ড অফিস সংলগ্ন এলাকায়। (২৭) এপ্রিল ভোর ৫ টার দিকে কুষ্টিয়া মুখি একটি ট্রাক যার নং- কুষ্টিয়া ১১-১৯১০। চড়াইখোল খালপাড়া গ্ৰামের মোজ্জামেল খন্দকার, পিতা- আতাব উদিন খন্দকার এর একটি টিনের ঘরে ট্রাক টি ঢুকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর পাঁচটায় দিকে মাল বাহি কুষ্টিয়া মুখি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুৎতের খাম্বা ভেঙে মোজাম্মেল খন্দকারের বসত ঘরের টিন ভেঙে ঘরের খাট ও ঘরের কিছু অংশ ভেঙে ফেলে। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ট্রাক ড্রাইভার দুর্ঘটনায় পর থেকেই পালাতক রয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক ও বিদ্যুৎ লাইনের কাজ চলছিল।