বাংলাদেশ স্কাউট ঠাকুরগাঁও জেলা রোভারের ৯ম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সার্কিট হাউজের সম্মেলন কে সভার উদ্বোধন করেন জেলা রোভারের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা রোভারের সম্পাদক ও ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্য প্রফেসর আবুল খায়ের মোঃ আব্দুল মজিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা রোভারের কমিশনার গোলাম রব্বানী, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্য আবু বক্কর সিদ্দিক, রংপুর বিভাগীয় রোভার স্কাউট লিডার প্রতিনিধি কাজী জাকিউল ইসলাম প্রমূখ। সভায় জেলার বিভিন্ন রোভার দল থেকে মোট ৫০জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। কাউন্সিলরবৃন্দ আগামী ৩ বছরের জন্য প্রফেসর আবুল খায়ের মোঃ আব্দুল মজিদকে কমিশনার, এ কে এম হাসানুজ্জামান বিপ্লবকে সম্পাদক, হেলাল উদ্দিন আহমেদ জেলা রোভার স্কাউট লিডার হিসেবে জেলা রোভার স্কাউট সভাপতির নিকট সুপারিশ প্রেরণ করেন। এছাড়াও সভায় উৎপল চন্দ্র বর্ধন কোষাধ্য, এস এম জাকারিয়া যুগ্ম সম্পাদক, আফরোজ আহমেদ জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি এবং আরিফ আলী, আফজাল হোসেন, তহিদুল ইসলাম কার্য্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন।