মেহেরপুরের গাংনীতে সমাজ সেবা অধিদপ্তর এর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ১২টি পরিবারকে সরকারি চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার সময় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ে এ চেক প্রদান করা হয়।
এসময় ১২টি পরিবারকে ৫০ হাজার করে মোট ৬লক্ষ টাকার চেক দেওয়া হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম খালেক।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী মুনসুর আলম প্রমুখ।