মাদক মামলার কারাদন্ড প্রাপ্ত আসামী শ্রী নারায়ন রবি দাস (৫০) এর মৌলভীবাজার কারাগারে মৃত্যু হয়েছে। আজ ৩০ এপ্রিল রোজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এদিকে মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ আনোয়ারুজ্জামান বলেন, মাদক ব্যবসায় জড়িত থাকার মামলায় মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগান এলাকার সিয়াসনগর গ্রামের মৃত রাম পিয়ারী রবি দাস ছেলে কারাদন্ড প্রাপ্ত শ্রী নারায়ন দাস (৫০) হাজতে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।