নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জোরপূর্বক বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায়। জানা গেছে, গত ৫ এপ্রিল সোমবার সকালে একই গ্রামের আলকাছ ওরফে আলমাছের ছেলে মোঃ হায়দার আলীর নেতৃত্বে ৮/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী প্রতিবেশি মৃত. হাফেজ রেজাউল করিমের ছেলে মোঃ মুজাহিদুল ইসলাম ও তার ছোট ভাই ওবায়দুল্লাহ আল মামুনের বাড়ির সীমানা প্রাচীর দিনে দুপুরে ভেঙ্গে ফেলে। এদিকে অভিযুক্ত মৃত. আলকাছ ওরফে আলমাছের ছেলে মোঃ হায়দার আলী, তার ছেলে মোঃ মাসুম, মোঃ বরকত উল্লাহসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন সন্ত্রাসী দেয়াল ও বাড়ি-ঘর ভাংচুর করে। এসময় মুজাহিদুল ইসলামের ছোট ভাই ওবায়দুল্লাহ আল মামুন তাদেরকে বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে দা দিয়ে মারতে তেরে আসে। ভয়ে সে বাড়ির ভিতর চলে যায়। তৎক্ষনাত সে ট্রিপল নাইনে ফোন করে ঘটনাটি জানালে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানিয়ে এবং পরে মোঃ মুজাহিদুল ইসলাম নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি
অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে সোনারগাঁ থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, আমি সবেমাত্র এ থানায় যোগদান করেছি। তবে অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।