নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার পর রয়েল রিসোর্ট ও স্থানীয় আওয়ামীলীগ কার্যালয় এবং যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই হেফাজত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সিসি টিভির ফুটেজ দেখে শ্বনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়।
গতকাল রোববার সকালে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মোগরাপাড়া চৌরাস্তার ঈশাখাঁ মোবাইল মার্কেট থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, সনমান্দী ইউনিয়নের কাটাখালী এলাকার আবু জাহেরের ছেলে হাসান মিয়া ও বাগেরহাট সদর উপজেলার মান্দ্রা এলাকার রজব আলী মোল্লার ছেলে শহিদুল ইসলাম ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সিসি টিভির ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদেরকেও শ্বনাক্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।