পুলিশের অভিযানে ২কেজি গাঁজাসহ রিক্তা বেগম নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নারী মাদক-কারবারি হলো, রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর উত্তরপাড়ার আহম্মেদ আলীর স্ত্রী এবং জেলার পাংশা উপজেলা পূর্ব চর আফরা গ্রামের জাহাঙ্গীর সরদার ওরেফে জানুর মেয়ে রিক্তা বেগম (৩০)।
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় ৬ মে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই হিরণ কুমার বিশ্বাস সংগীয় ফোর্সসহ সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর উত্তরপাড়ায় অভিযান চালিয়ে রিক্তার বসতবাড়ীর একটি টিনের ছাপড়াঘরের মধ্যে রুমে বস্তায় লুকিয়ে রাখা অবস্থায় ২কেজি গাঁজা উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২কেজি গাঁজা সহ মাদক-কারবারি রিক্তা বেগমকে গতরাতে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর...