কুষ্টিয়ায় গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব।
বুধবার ৩০ জুন সকাল ৯টার দিকে শহরের বড় ষ্টেশন রোডে অভিযান চালিয়ে তাকে করা হয়। মাদক ব্যবসায়ী সোনাই প্রামানিক (৩৮) কুমারখালীর বাগশী সাতপাকিয়া গ্রামের মৃত ইরাদ আলী প্রামানিকের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল বুধবার ৩০ জুন সকাল ৯ টার দিকে ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ বড় স্টেশন রোড (কবি আজিজুর রহমান সড়ক) সংলগ্ন মোঃ আব্দুল হান্নান এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ অভিযান পরিচালনা করে। অভিযানে এক কেজি গাঁজা মোঃ সোনাই প্রামানিককে আটক করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।