চলচ্চিত্র অভিনেত্রী সিমন হাসান একা’র (৪২) জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত ১০ হাজার টাকার মুচলেকায় একা’র এই জামিনের আদেশ দেন।
রাজধানীর হাতিরঝিল থানাধীন উলন রোডের একটি বাসা থেকে গৃহকর্মী নির্যাতনের অভিযোগের মামলায় আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন কবীর নায়িকা একা’র পক্ষে জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুরের আদশ দেন। এই জামিনের মধ্যে একা’র মুক্তি পেতে বাধা থাকল না।
এর আগে গত ১০ আগস্ট একা’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলায় তার জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত।
গত ১ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নায়িকা একা’র জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নায়িকা সিমন হাসান একা’কে আটক করে পুলিশ।