লন্ডন অফিস : বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার সভাপতি মোহাম্মদ ফিরুজ আহমেদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ্য দোয়া কামনা করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজুল আম্বিয়া।
২১ অক্টোবর এক বার্তায় তিনি বর্ষিয়ান এই রাজনীতিবিদের সুস্থ্যতা কামনা করেন এবং সকলের নিকট তার সুস্থ্যতায় দোয়া কামনা করেন।
বার্তায় তিনি আরো জানান, বর্ষিয়ান রাজনীতিবিদ মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভীবাজার মহকুমা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরুজ আহমেদ সাহেব গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ওয়েলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি তার সুস্থ্যতা কামনায় করে আল্লাহর নিকট প্রার্থনা করেন, আল্লাহ যেন দ্রুত তার সুস্থ্যতা দান করেন। একই সাথে তিনি দেশে বিদেশে সকলের নিকট তার সুস্থতায় দোয়া কামনা করেন।