“বিশ্ব কবিমঞ্চ” দিনাজপুর জেলা শাখা (দিনাজপুর) বাংলাদেশ এর যাত্রা শুরু হয়েছে।
গত ১৭ নভেম্বর ২০২১ দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়।
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব কবিমঞ্চ এর কেন্দ্রীয় আহবায়ক কবি পুলক কান্তি ধর, সম্মানিত অতিথি রোটাঃ ড. আরকে ধর।সাবিনা ইয়ামিন এর সঞ্চালনায় এবং কবি অদিতি রায় এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক-নিরঞ্জন রায়, চাষা হাবিব (কবি, সাহিত্যিক, গবেষক), কবি অদিতি রায়, কবি মেহনাজ পারভিন, আবৃত্তি ও সঞ্চালক সাবিনা ইয়াসমিন, কবি বিথী ধর, কবি আমিনুল ইসলাম আমিন, কবি ওয়াসিম আহমেদ শান্ত, কবি মোঃ আবু সাঈদ সিদ্দিকী (ঠাকুর গাঁও), কবি মোঃ আবু বক্কর সিদ্দিক (ঠাকুর গাঁও),
কবি টি.এইচ বকুল, কবি কালিপদ রায়, কবি তাইজুল মন্ডল, কবি রবীন্দ্রনাথ রায়, কবি প্রফুল্ল চন্দ্র রায় ও কবি নিখিল সারথি শর্মা প্রমূখ।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশ্ব কবিমঞ্চ এর আহবায়ক কবি পুলক কান্তি ধর ও ড. আর.কে ধর। তাছাড়াও নিজেদের পরিচয় ও সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার পাশাপাশি স্বকন্ঠে নিজেদের লেখা কবিতা আবৃত্তি করেন। সভাপতি অদিতি রায় এর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।