লন্ডন প্রবাসী মানবাধিকার কর্মি ও কমিউনিটি এক্টিভিষ্ট মঞ্জুয়ারা খাতুন মনি টাওয়ার হ্যামলেটস এর বোও ইষ্ট ওয়ার্ডে এস্পায়ার পার্টি থেকে ঘর মার্কায় কাউন্সিলর পদ প্রার্থী হয়েছেন। তিনি দেশে বিদেশে সামাজিক কাজের বহু অবদান রেখেছেন। এজন্য তিনি অনেক সম্মাননা স্বারক অর্জন করেছেন।তাছাড়া তিনি দেশে বিদেশে অনেক সমাজিক সংগঠনে
বিভিন্ন পদে নিয়োজিত আছেন। তিনি গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম মীর রোস্তম আলী। তিনি সমাজের অসহায় মানুষের জন্য আরো ভালোভাবে কাজ করতে পারেন সেইজন্য দেশ বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন।