আওয়ামী লীগের পায়ের নিচে শুধু মাটি না কংক্রিটও আছে। এর শেকড় অনেক গভীরে। বিএনপির পায়ের নিচে মাটি নেই, এজন্য তারা সরকারের নামে নানা অপপ্রচার চালায়। বিএনপি যে বাংলাদেশকে আফগানিস্তান ও তালেবান বানানোর স্বপ্ন দেখছে, তা দুঃস্বপ্নই থেকে যাবে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় তিনি আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশে বাধা না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। তারা নির্বিঘ্নে সভা করতে পারবে। তবে সমাবেশের নামে কেউ সহিংসতা সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং পরে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ট আব্দুল হামিদ মিলনায়তনে ইবি ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাবেক ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহাসক প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
পরবর্তীতে বিকেল ৩টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুব উল আলম হানিফ এমপি।