কুষ্টিয়ায় টাপেন্টাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর বিকেল পৌনে ৪ টার দিকে শহরের বড় বাজার এলাকা থেকে সোহেল রানা (২৪) ও রাহুল উদ্দিন (২৩) কে গ্রেফতার করে র্যাব-১২।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল আজ ২২ সেপ্টেম্বর বিকাল পৌনে ৪ টার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন বড় বাজার এলাকায়’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১শত পিছ টাপেন্টাডল ট্যাবলেটসহ রাহুল উদ্দিন (২৩), পিতা-মোঃ বাবু মন্ডল, সাং-মহেশকুন্ডি, থানা-দৌলতপুর ও সোহেল রানা (২৪), পিতা-মোঃ কাজল আলী বিশ^াস, সাং-কালোয়া (স্কুলপাড়া), থানা-কুমারখালী, উভয় জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদেরকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।