কুষ্টিয়ায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ পোলের মাথায় ওঠলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারাত্মক দগ্ধ সুবাস হয়েছে সুবাস (৩০) নামের এক যুবক।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভাইরাল ভিডিও চিত্র ও স্থানীয় সূত্রে জানায়, আজ ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় মাঠের মধ্যে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ পোলের মাথায় ওঠে সুবাস। বিদ্যুৎ পোলে ওঠার সংবাদ সাথে সাথে ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারন জনগণ ঘটনাস্থলে জড়ো হয়। এ সময় পোলের নীচে থাকা সাধারন মানুষ নামতে বললেও তাতে সুবাস কোন কর্নপাত করেনি। এ সংবাদ কুষ্টিয়া ফায়ার সার্ভিস জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌছায়। এক পর্যায়ে সুবাস বিদ্যুতস্পৃষ্টে মারাত্মক দগ্ধ হয়ে নীচে ছিটকে পড়ে। এতে তার শরীরের নীচের অংশ মারাত্মক দগ্ধ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ রিপোর্টা লেখা পর্যন্ত সুবাস কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কি কারনে সে বিদ্যুৎ পোলের সর্বোচ্চ উপরে উঠেছিল তা সঠিকভাবে জানা যায়নি।