কুষ্টিয়ায় মহাসড়ক থেকে পিতা-পুত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলমপুর এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের পাশেই পড়ে ছিল একটি মোটরসাইকেল।
শুক্রবার ২৮ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় বিস্তারিত জানা যায়নি।
পুলিশের ধারণা, কোনো যানবাহনের ধাক্কায় পড়ে গিয়ে নিহত হয়েছেন মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে।
স্থানীয়দের ধারনা, কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন তারা। পথে কোনো এক যানবাহন তাদের ধাক্কা দিয়ে চলে যায়।
নিহতরা হলেন- সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের শাজাহান আলী ও তার ছেলে মো. শামীম। শাজাহান ছিলেন উজানগ্রাম ভূমি অফিসের অফিস সহকারী।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি দেবব্রত রায় এসব নিশ্চিত করে জানান, কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন তারা। পথে কোনো এক যানবাহন তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় বিস্তারিত জানা যায়নি।
মরদেহদুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।